মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

তিন জেলায় ঝরল ৭ প্রাণ

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
তিন জেলায় ঝরল ৭ প্রাণ

কিছুতেই রোধ করা যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। গত এক দিনে দেশের ৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া ২ নারী, চট্টগ্রামের চন্দনাইশে বাসের চাকায় পিষ্ট হয়ে একজন এবং মাদারীপুরের শিবচর এক্সপ্রেস ওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হন।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া ২ নারী নিহত হয়েছেন। তারা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) ও একই উপজেলার লক্ষ্ণীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। এ দুর্ঘটনায় পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯) ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর (৪৮) আহত হন।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী বলেন, 'পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।'

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে রাস্তা পারাপারের সময় বেপরোয়া দ্রম্নতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ইয়াকুব নবী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলঘর নামক স্থানে চার বছর বয়সি নাতনি কাইফাকে নিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া দ্রম্নতগতির শাহ আমিন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ওদিকে দাদার কোল থেকে ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় নাতনি কাইফা।

নিহত ইয়াকুব উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শংখরকুল এলাকার মৃত আহমদ নবীর ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত?্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, লাশ ময়নাতদন্তের জন?্য মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও ড্রাইভার পলাতক রয়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশু, এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এক্সপ্রেস ওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮), বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার জুরকাঠী এলাকার আ. সালামের ছেলে মো. রিয়াজুল (২০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু-নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে মারা যান আরও ১ যাত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, 'বাসটি দ্রম্নতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে