মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে ভিসি সেখানে কিছু সময় নীরবতা পালন করেন।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, প্রফেসর ড. আবু তাহের। বক্তব্যে প্রধান অতিথি বলেন, 'এ দেশের জনগণ তাদের জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রেখেছে। তাদের মহান ত্যাগের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এর সুফল এ দেশের মানুষ এখন ভোগ করছে। অনেক সফলতার মাঝেও কখনো কখনো ব্যর্থতা থাকে, ব্যর্থতার গস্নানি মুছে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সাফল্যের শিখরে পৌঁছাতে হলে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্ম সম্পাদন করতে হবে। এর মাধ্যমে জেগে উঠবে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।'
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, 'বাঙালি জাতি কেবল ইতিহাস সৃষ্টিই করে না বরং ইতিহাস নিয়ন্ত্রণও করে। জাতি হিসেবে আমরা গৌরবের অধিকারী। কারণ দেশের জন্য, ভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস ঐতিহ্যের ধারক এ দেশের মানুষ।'
এ সময় তিনি আলেম-ওলামাদের শত বছরের চাওয়ার সার্থকাতা পূরণে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে একটি নামকরা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এস এম এহসান কবীর। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি