পর্যটকের পদচারণায় মুখর হামহাম জলপ্রপাত

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের হামহাম জলপ্রপাত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বৃহস্পতিবার সরেজমিন গেলে এমন চিত্র ক্যামেরায় ধরা পড়ে। হেঁটে চার কিলোমিটার টিলা বেয়ে দর্শনার্থীরা যেন ক্লান্ত হন না। তারা হামহামকে ছুঁয়ে দেখতে চান সশরীরে। পাহাড়ি টিলার আঁকাবাঁকা পথে দেখা হয় বহু পর্যটকের সঙ্গে। তারা জানান, চার কিলোমিটার পথ অতিক্রম করতে বিক্ষিপ্ত পাথর, কাটা বাঁশ, জোঁকের আক্রমণ আর উঁচু-নিচু টিলা বেয়ে রীতিমতো যুদ্ধ করে জলপ্রপাতে পৌঁছাতে হয়। দেড় ঘণ্টা পথ হেঁটে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালে সব কষ্ট দূর হয়ে যায়। বন্ধু-বান্ধবসহ ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে হামহামে আসা পর্যটক সামছুদ্দিন খান জানান, দেড় ঘণ্টা হেঁটে ঝর্ণায় পৌঁছেছি। কষ্ট হলেও প্রকৃতি ও ঝর্ণাধারা দেখে খুব ভালো লেগেছে। আরেক পর্যটক বলেন, 'এখানকার পাহাড়ে উঠানামা খুবই কষ্টের। কিন্তু ঝর্ণার কাছাকাছি টিলার সোজাসুজি উচুঁ-নিচু একটা অবস্থা। এটা খুব কষ্টের। খাঁড়া উচু টিলায় মন ভরেনি।' কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীবাড়ি এলাকা থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা পর্যটক শেফালী দাশ বলেন, পাহাড়ে আসা-যাওয়ায় আমাদের চার ঘণ্টা লেগেছে। খুবই কষ্টকর। জয়পুরহাট জেলার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের এক ছাত্র বলেন, 'যারা ট্রাকিং করতে ভালোবাসেন তাদের জন্য হামহামে আসা মজার। আর যারা পায়ে হাঁটাকে কষ্ট মনে করেন তাদের এখানে না আসাই ভালো।' কুরমা চা বাগানের শ্রমিক চন্দন প্রজাপতি ও সন্তেুাষ কুমার দাশ বলেন, 'যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হামহামে এসে অনেক পর্যটক আহত ও নিহত হয়েছেন। এখানকার সড়কপথ সংস্কার করা, নিরাপত্তাকর্মী নিয়োগ, পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক দেওয়া খুবই জরুরি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন শুক্রবার জানান, হামহামের সড়কটি সংস্কার করতে চাই। কিন্তু জায়গাটি বনবিভাগের। তাদের সঙ্গে আলোচনা করে গহিন বনের এই সড়কটি সংস্কার করা হবে। \হজেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনভিট এলাকায় অবস্থিত হামহাম জলপ্রপাত। শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জের শমসেরনগর হয়ে হামহামে যেতে হয়। পাহাড়ের এক কিনারায় গাড়ি রেখে ঘণ্টার পর ঘণ্টা টিলা বেয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমান পর্যটকরা। ২০১০ সালে একদল পর্যটক এটির আবিষ্কার করেন। এর পর থেকেই এখানে বাহিরের মানুষের যাওয়া-আসা শুরু। স্থানীয়দের অনেকেই কাল্পনিকভাবে হামহামকে তুলনা করেন। তারা জানান, শত শত বছর আগে এখানে নাকি পরীরা এসে গোসল করতো তাই এর নাম হামহাম।