মাইলস্টোন কলেজে ২১তম ব্যাচের ব্যাজ প্রদান অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো ২১তম ব্যাচে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠান-২০২৪। ১৩ ফেব্রম্নয়ারি উত্তরা মডেল টাউনের গরীব-ই-নেওয়াজ অ্যাভিনিউতে অবস্থিত মাইলস্টোন কলেজের প্রধান ক্যাম্পাসে আয়োজন করা হয় গৌরবময় ব্যাজ প্রদান অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের দক্ষতাভিত্তিক ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। নান্দনিক আয়োজনে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১১৯ জন ছাত্রছাত্রীকে মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান করা হয়। বিজ্ঞান বিভাগের ফাবিহা সানজিদা নওশিনকে কলেজ ক্যাপ্টেন, আরাফাত খন্দকার অপুকে স্পোর্টস ক্যাপ্টেন এবং মানবিক বিভাগের আজমাইন অরণ্যকে কালচারাল ক্যাপ্টেন নির্বাচিত করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং অতিথি জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রত্যেক ছাত্রছাত্রীকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন। উলেস্নখ্য, প্রতি বছরের মতো এবারও মেধা, যোগ্যতা, নেতৃত্ববোধের মতো নানাবিধ গুণাবলি বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে যথাক্রমে- কলেজ ক্যাপ্টেন, সহকারী কলেজ ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন, সহকারী স্পোর্টস ক্যাপ্টেন, কালচারাল ক্যাপ্টেন, সহকারী কালচারাল ক্যাপ্টেন এবং সার্জেন্ট ব্যাজ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি