সরস্বতী পূজা আজ
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বুধবার। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এ বছর পঞ্চমী তিথি শুরু হয়েছে ১৩ ফেব্রম্নয়ারি বেলা ২টা ৪১ মিনিট থেকে। আর পঞ্চমী থাকবে আজ দুপুর ১২টা পর্যন্ত। উদয়াতিথি অনুসারে আজ পালিত হবে সরস্বতী পূজা, পালন করা হবে বসন্ত পঞ্চমী। আর পূজার শুভ মুহূর্ত থাকবে আজ সকাল ৭টা ১ মিনিট থেকে দুপুর ১২-৩৫ মিনিট পর্যন্ত। এই ৫ ঘণ্টা ৩৫ মিনিট সময় বাগদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত।
বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। তিথি অনুযায়ী, আজ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হবে বিভিন্ন মন্দিরে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। সকাল ৯টায় পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবেও পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত সরস্বতী পূজা ঘিরেও ঢল নামবে ভক্ত-পুণ্যার্থীর।