সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

র্যাংগস গ্রম্নপ অব কোম্পানিজের প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেনের দ্বিতীয় মৃতু্যবার্ষিকীতে স্মৃতিচার্রণযাংগস গ্রম্নপ অব কোম্পানিজের প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেনের দ্বিতীয় মৃতু্যবার্ষিকীতে স্মৃতিচারণ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
র্যাংগস গ্রম্নপ অব কোম্পানিজের প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেনের দ্বিতীয় মৃতু্যবার্ষিকীতে স্মৃতিচার্রণযাংগস গ্রম্নপ অব কোম্পানিজের প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেনের দ্বিতীয় মৃতু্যবার্ষিকীতে স্মৃতিচারণ

র্যাংগস গ্রম্নপ অব কোম্পনিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে ঢাকার বাংলামোটরে অবস্থিতর্ যাংগসের হেড অফিসে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

আকতার হোসেন ২০২২ সালের ১১ ফেব্রম্নয়ারি শুক্রবার বেলা ১১-৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছিল।

আকতার হোসেন বাংলাদেশের ব্যবসায়ের জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি ১৯৮৪ সালের্ যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা সনির্-যাংগস নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গন্ডিকে আরও প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো শিপিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তিনির্ যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ, ফার্মাশিয়া লিঃ, হোয়াইট প্রোডাক্টস ইলেক্ট্রনিক্স লিঃ, হোসেন ট্রেডিং কোম্পানি লিঃ, আরইএল মোটরস লিঃ, আরইএল পেট্রো কেমিক্যালস লিঃ, স্কাইবাংলা এভিয়েশন লিঃ, শার্প ট্রাভেলস লিঃ-এর চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশ লি.-এর ভাইস চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও অনুপ্রেরণা হিসেবে ছিলেন- ফার্মা সলু্যশন্স বাংলাদেশ লিঃ, ফেইস মি লিঃ, ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লিঃ, ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিঃ এর সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আগত অতিথি, স্টেকহোল্ডার,র্ যাংগস গ্রম্নপ অব কোম্পানিজের সব সহ-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্র্তিযাংগস গ্রম্নপ অব কোম্পনিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে ঢাকার বাংলামোটরে অবস্থিতর্ যাংগসের হেড অফিসে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

আকতার হোসেন ২০২২ সালের ১১ ফেব্রম্নয়ারি শুক্রবার বেলা ১১-৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছিল।

আকতার হোসেন বাংলাদেশের ব্যবসায়ের জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি ১৯৮৪ সালের্ যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা সনির্-যাংগস নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গন্ডিকে আরও প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো শিপিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তিনির্ যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ, ফার্মাশিয়া লিঃ, হোয়াইট প্রোডাক্টস ইলেক্ট্রনিক্স লিঃ, হোসেন ট্রেডিং কোম্পানি লিঃ, আরইএল মোটরস লিঃ, আরইএল পেট্রো কেমিক্যালস লিঃ, স্কাইবাংলা এভিয়েশন লিঃ, শার্প ট্রাভেলস লিঃ-এর চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশ লি.-এর ভাইস চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও অনুপ্রেরণা হিসেবে ছিলেন- ফার্মা সলু্যশন্স বাংলাদেশ লিঃ, ফেইস মি লিঃ, ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লিঃ, ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিঃ এর সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আগত অতিথি, স্টেকহোল্ডার,র্ যাংগস গ্রম্নপ অব কোম্পানিজের সব সহ-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে