রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা সারোয়ার ও আমিনুল

যাযাদি রিপোর্ট
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা সারোয়ার ও আমিনুল

তিন মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তারা দুজনেই পৃথক সময়ে বৃহস্পতিবার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।

শুক্রবার মজিবুর রহমান সারোয়ারের স্ত্রী নাসিমা সারোয়ার জানান, গত ২ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল মজিবুর রহমান সারোয়ারকে। ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে ২টি মামলা দেওয়া হয়। সেসব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

আমিনুল হকের বড়ভাই মঈনুল হক জানান, ২ নভেম্বর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলকে। এখন তিনি চিকিৎসাধীন। সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে নামবেন। তার বিরুদ্ধে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় আমিনুলের বিরুদ্ধে ১২টি মামলা হয়। এসব মামলায় ১১ দিনের রিমান্ডে যেতে হয়েছে তাকে।

এদিকে একই দিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রয়েল। তাকে ২৮ অক্টোবরের ঘটনার আগেই রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে