শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

কর্মসংস্থান সৃষ্টিতে ভিসতা ইলেকট্রনিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

-আইসিটি প্রতিমন্ত্রী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কর্মসংস্থান সৃষ্টিতে ভিসতা ইলেকট্রনিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের চাহিদা মিটিয়ে আমরা ইলেকট্রনিক্স ডিজিটাল ডিভাইস সফটওয়ার, হার্ডওয়ার রপ্তানির একটা টার্গেট নির্ধারণ করেছি। আগামী পাঁচ বছরে আমরা পাঁচ বিলিয়ন ডলারে উন্নতি করতে চাই। আমাদের বৈদেশিক বিনিয়োগও আমরা এক বিলিয়ন ডলারে পরিণত করতে চাই, উন্নতি করতে চাই। এই মুহূর্তে সব মিলিয়ে হাইটেক পার্কে দেড় হাজার ছেলেমেয়ে কাজ করছে। তবে দেশের মধ্যে আমরা আইটি আইটিএস হার্ডওয়ার সেক্টরে সব মিলিয়ে এক মিলিয়ান অর্থাৎ ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সেখানে ভিসতা ইলেকট্রনিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।

বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভিসতা ইলেকট্রনিক্সের নতুন কারখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউলস্নাহর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড কারখানার চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ ও পরিচালক, ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে