গাজীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি ও অগ্নিসংযোগ

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোলস্নার বাড়িতে হামলা, গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় সাত থেকে আট রাউন্ড গুলি ছুঁড়ে বাড়ির বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে কিছু আসবাব, খাঁচায় থাকা পাখি ও কাপড় পুড়ে যায়। শ্রীপুর থানার ওসি মো. শাহ্‌জামান বলেন, 'এ ঘটনা নিয়ে রাত থেকেই কাজ করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। দ্রম্নতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।' নূরে আলম মোলস্না সাংবাদিকদের বলেন, 'গত নির্বাচনকে ইসু্য করে কয়েক দিন ধরেই নব্য আওয়ামী লীগার আক্তার খান ও হাসান খন্দকারসহ কয়েকজন ব্যক্তি আমাকে হুমকি দিয়ে আসছে। ওই রেশ ধরে রাত সাড়ে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন দিয়ে আমাকে বলে, আজকে রাতে তোকে মেরে ফেলব। তখন আমি তার পরিচয় জানতে চাইলে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে আক্তার খান বলে পরিচয় দেয়। আক্তার খান আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গালাগাল করার পর তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয় আরেক ব্যক্তি। সে নিজেকে হাসান খন্দকার বলে পরিচয় দেয়। এ সময় সে বলে, আজকের রাতই শেষ রাত তোর, তোকে আজকে মাইরা ফেলব।' তবে এ ঘটনা অস্বীকার করে আক্তার খান মুঠোফোনে বলেন, 'আমি কয়েক দিন ধরেই ঢাকায় আছি। সেখানে থেকে কি করে হামলা করলাম সেটা আপনারাই বলেন। আমার বায়না করা জমি বুঝিয়ে না দিয়ে এখন চক্রান্ত শুরু করছে নূরে আলম মোলস্না।' এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমরা সংঘাত চাই না। মিলেমিশে রাজনীতি করতে চাই। নূরে আলম মোলস্নার বাড়ির ঘটনা সত্যিই দুঃখজনক।'