রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

চেক প্রতারণার দায়ে এক বছরের কারাদন্ড

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চেক প্রতারণার দায়ে এক বছরের কারাদন্ড

গত ৫ ফেব্রম্নয়ারি ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম চেক প্রতারণার অভিযোগে ব্র্যাক ব্যাংক পিএলসি-এর দায়ের করা মামলায় এ কে এন্টারপ্রাইজের মালিকের এক বছরের কারাদন্ড, ৩২৮ কোটি ২৬ লাখ টাকার অর্থ দন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী একে এন্টারপ্রাইজের মালিক মো. আমিনুল করিম। চেক প্রতারণার মামলার রায়ের বিষয়টি ব্র্যাক ব্যাংক পিএলসি-এর রিজিওনাল লিগ্যাল ম্যানেজার মো. আব্দুল মান্নান খান এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবী মো. রদিকুল কাদের নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক পিএলসি একে এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে ১৮ কোটি ১৬ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে সিআর মামলা নং-০৯/১২ (ডবলমুরিং) মামলা দায়ের করেন এবং পরবর্তীতে দায়রা মামলা নং-২৩১৬/১৫ মামলায় মহানগর দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত রায় প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে