রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গু জ্বরে রাবি শিক্ষার্থীর মৃতু্য

রাজশাহী অফিস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ডেঙ্গু জ্বরে রাবি শিক্ষার্থীর মৃতু্য

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।

ওই শিক্ষার্থীর নাম মো. মুরাদ আহমেদ মৃধা। তিনি রাবির গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল গ্রামে। মঙ্গলবার দুপুরে মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, 'মারা যাওয়ার পর জানতে পারলাম মুরাদ ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। তার রোগের বিষয়টি বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ জানতেন না। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তার আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে