যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
যশোর সেনানিবাসে অবস্থিত যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর