রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকান্ড

যাযাদি রিপোর্ট
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকান্ড

পুরান ঢাকায় জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট মাত্র পৌনে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে পুরান ঢাকার মাহুতটুলীর তারা মসজিদের পাশে আবুল খয়রাত সড়কের ৪৮ নম্বর বাড়িটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, একতলা বাড়ির নিচতলায় থাকা জুতা তৈরির কারখানায় আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ অতীতে পুরান ঢাকার জুতার কারখানায় অনেক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে হতাহতের ঘটনাও ঘটেছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবরে আশপাশের লোকজন আতঙ্কে ঘটনাস্থলের আশাপাশের বাসা-বাড়ির লোকজন নিরাপদ জায়গায় চলে যান। মাত্র আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে