সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
দ্বাদশ সংসদ নির্বাচন
আবদুল হাইকে বিজয়ী
ঘোষণার গেজেট স্থগিতের
বিরুদ্ধে আবেদন
ম যাযাদি রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে।
সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবদুল হাই এ আবেদন করেন। তার পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
এর আগে ১ ফেব্রম্নয়ারি আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
ভোটগ্রহণ এবং গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরে ইসির ওই নির্বাচনী গেজেট স্থগিত করেন বিচারপতি আসাদুজ্জামানের কোর্ট।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকুপা) নৌকার প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এ আসনে তিনি পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
ঝিনাইদহ-১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ
ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।
দুই মামলায় মামুনুল
হকের জামিন
আপিলে বহাল
ম যাযাদি ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
গত বছরের ৯ মে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ দুই মামলায় মামুনুলকে জামিন দেয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ১০ মে জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত।
২০২১ সালের ৩০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের
বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
এর আগে ওই বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা ও মামুনুল হককে আটক করে স্থানীয়রা। এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে সহিংসতা ও রিসোর্টকান্ডে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামুনুল হকের বিরুদ্ধে সব মিলিয়ে ৪১টি মামলা রয়েছে
বলে তার আইনজীবী জানিয়েছেন।