দুই পর্বে টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আসা মুসলিস্নদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তুরাগ নদীতে ৫টি ভাসমান ব্রিজ এবং মুসলিস্নদের ওজু ও খাবার পানির জন্য ২টি ওয়াটার বাউজার স্থাপন করেছে। সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনা সদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করেছেন। পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের একটি বোম্ব ডিসপোজাল দল প্রস্তুত রাখা হয়েছে।
যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে।