হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় অভিযোগ করে বলেন, হিন্দু-মুসলিম বাংলাদেশের সমতলে একসঙ্গে বাস করে। এই সম্প্রীতি আমরা দেখে আসছি। বিগত কয়েক বছর ধরে এ সম্প্রীতি নেই। পৃথিবীর সব দেশেই আমাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত দ্রম্নত সম্ভব বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান এবং এ সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব এবং মুখপাত্র পলাশ কান্তি দে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন।