বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ, নাটোর এ পুরকৌশল বিভাগের তত্ত্বাবধানে নেচার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে তিন দিনব্যাপী সিভিস্টা-৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখ এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম।
৩১ জানুয়ারি বুধবার স্কাইলাইট হলে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক পিএসসি (অব.)। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান এবং ক্লাব প্রেসিডেন্ট পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. শাজাহান আলী।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, প্রক্টর, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা। প্রধান অতিথি অনুষ্ঠানের শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় ৭টি ইভেন্টের মধ্যে ছিল পোস্টার প্রেজেন্টেশন, মেকানিক্স কনটেস্ট, ফটোগ্রাফি কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, নেচার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট সেস্নাগান কনটেস্ট, কুইজ কনটেস্ট ও ক্যাড কনটেস্ট। সংবাদ বিজ্ঞপ্তি