নবনিযুক্ত ফ্যাকাল্টি মেম্বারদের মান ও শিক্ষাদানের কৌশল উন্নয়নের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে মাসব্যাপী ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এফডিপি) আয়োজন করে। মোট ৪৮ জন সদ্য যোগদানকৃত ফ্যাকাল্টি মেম্বার এই প্রোগ্রামে অংশ নেন। ১ ফেব্রম্নয়ারি বৃহস্পতিবার এই প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এফডিপি সফলভাবে সম্পন্ন করায় সমাপনী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম ফ্যাকাল্টি মেম্বারদের হাতে সনদপত্র তুলে দেন। এছাড়া গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
উপাচার্য জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করেন।
সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন। আইএসপিআর