সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ঝিনাইদহ-১ আসন নৌকার আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা গেজেট স্থগিত ম যাযাদি ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। নজরুল ইসলাম দুলাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান। আইনজীবী ও এই প্রার্থী জানান, ৭ জানুয়ারি নির্বাচনের দিন ঝিনাইদহ-১ আসনে রিটার্নিং অফিসার একটি ফলাফল শিট দেন। সেখানে বলেছেন ৪৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সে ফলাফলে আজকের পিটিশনার স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। আব্দুল হাইয়ের ছিল ৬৫ হাজার ভোট। কিন্তু পরে তাকে ৯৪ হাজারের মতো ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অনিয়মের লিখিত অভিযোগ দিয়েছিলাম। নির্বাচন কমিশন বলছে হাইকোর্ট অভিযোগগুলো দেখবে। এ জন্য হাইকোর্টে এসেছি। দুই মাসের জন্য নির্বাচনী ফলাফলের গেজেট স্থগিত করেছেন। বিবাদীদের নোটিশ ইসু্য করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। বায়ুদূষণে ঢাকা ফের শীর্ষে, মান 'ঝুঁকিপূর্ণ' ম যাযাদি ডেস্ক বিশ্বের ১০০ শহরের মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ছিল শীর্ষে। আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩২৩। এই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' বলে ধরা হয়। এদিন বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। এই শহরের স্কোর ছিল ১৯৭। আর ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু। বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আইকিউএয়ারের দেওয়া রোববারের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। এদিন ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মানদন্ডের চেয়ে ৩৪ গুণের বেশি। বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের। আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১-১০০ হলে তাকে 'মাঝারি' বা 'গ্রহণযোগ্য' মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। স্কোর ১৫১-২০০ হলে তা 'অস্বাস্থ্যকর' বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে 'খুবই অস্বাস্থ্যকর' বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে 'দুর্যোগপূর্ণ' বা 'ঝুঁকিপূর্ণ' ধরা হয়।