রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির আভাস

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বৃহস্পতিবার রাতে মাঘের অপ্রত্যাশিত বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীর। ছবিটি গুলিস্তান এলাকা থেকে তোলা -ফোকাস বাংলা

মাঘের মাঝামাঝি এসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের প্রকোপ আর শৈত্যপ্রবাহের আমেজ এখনো কাটেনি। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত বিভাগে সপ্তাহজুড়ে বৃষ্টি থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত পড়তে পারে ঘন কুয়াশা।

বৃহস্পতিবার সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দ্বিতীয় দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহণ যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পূবালি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাব দেশে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে