আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে দুই হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুই হাজার ৬২ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। রেকর্ডসংখ্যক জিপিএ ৫ প্রাপ্তিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর