কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-১ বস্নকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি-১ বস্নকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পে একটি এনজিও সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। এ ঘটনার পর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশের টিমের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম হোসেন বলেন, ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে রাতে লার্নিং সেন্টারে ডিউটি পালন করার সময় ৭-৮ জন আরসার সক্রিয় সদস্যরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।