ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত 'কর্পোরেট নাইট' অনুষ্ঠিত

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসান এইচ সেন্টারে (হল-১) অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্পোরেট নাইট-২০২৪। যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন কর্পোরেট চুক্তির আওতায় এই হাসপাতালে সেবা নিয়েছেন তাদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রতারকা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। তিনি বলেন, 'এখন কথায় কথায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমছে। দেশেই এখন উন্নত চিকিৎসাব্যবস্থা হচ্ছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন প্রশংসার দাবিদার। তাদের কর্পোরেট পার্টনার ও সেবাগ্রহীতাদের নিয়ে এরকম জমকালো আয়োজনের জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি।' হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, 'ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়, সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। 'চাই হাসিমুখ সবার' অঙ্গীকার নিয়ে ২০ বছর ধরে এই হাসপাতালের পথচলা। সাধারণত রোগীরা চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর তাদের সঙ্গে আর হাসপাতালের কোনো সম্পর্ক থাকে না; কিন্তু এই হাসপাতাল রোগী, সেবাগ্রহীতা ও কর্পোরেট পার্টনারদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে যা একটি নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।' অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি'র সভাপতিত্বে নিজেদের অনুভূতি জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সুনন্দা রায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মো. আল-আমিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফজলুল হক আরিফসহ অনেকে। এ সময় কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রেজেন্টেশন তুলে ধরেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দীকা। হাসপাতালের পক্ষ থেকে কর্পোরেট অ্যাওয়ার্ড হিসেবে উলিস্নখিত ১১টি প্রতিষ্ঠানকে বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড প্রদান করা হয়- প্রথম আলো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো,র্ যাডিসন বস্নু, রূপালী ব্যাংক, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, রানার গ্রম্নপ, প্রগতি ইন্সু্যরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা), অভিনয় শিল্পী সংঘ ও হোমবাউন্ড। এছাড়াও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আইন সমিতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন (এনবিএ), অটবি, নটরডেম ৯২ ফোরাম, ঢাকাস্থ সরাইল সমিতিসহ বেশ কিছু সংগঠন ও প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা স্মারক দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের এইচআর ও সাপস্নাই চেইনের মহাব্যবস্থাপক উইং কমান্ডার (অব.) মো. হাফিজ সরকার ও বিজনেস ডেভেলপমেন্টের সহ. মহাব্যবস্থাপক এ কে মো. সাহেদ হোসেন। কর্পোরেট নাইট অনুষ্ঠানের সঞ্চালনা করেন রিতি প্রভা ও ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়া প্রো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিরা। সংগীত পরিবেশনা করেন নন্দিত কণ্ঠশিল্পী কোনাল ও পৃথ্বী। নৈশভোজের আয়োজন ও আকর্ষণীয়র্ যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ ব্যতিক্রমী জমকালো আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি