খাদ্য অধিদপ্তর
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিশেষ প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর বাজার মনিটরিং করবে সরকার। এর অংশ হিসেবে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে খাদ্য অধিদপ্তর।
রোববার খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সারাদেশে ধান, চাল, আটা ও ময়দার বাজার মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খ্যাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।
এ পরিস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ও সরাকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্বান্ত বহাল থাকবে।