শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, 'কুটির শিল্পে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। ক্ষুদ্র শিল্প আমাদের অর্থনৈতিক লাইফ লাইন। আর তাই নারী উদ্যোক্তা কিছু করতে চাইলে তাদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি বিসিকে পস্নট বরাদ্দও দেওয়া হবে।'
\হশুক্রবার দুপুরে ভোলার বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'ভোলাতে প্রচুর গ্যাস মজুত আছে। ভোলা একটি অত্যন্ত সম্ভাবনাময় জেলা। ভোলার গ্যাসের ওপর নির্ভর করে জেলায় অনেক বড় বড় কোম্পানি আসছে শিল্পকারখানা করতে।'
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও অতিরিক্ত সচিব এস. এম আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপস্নব প্রমুখ।