৫ টাকায় বাফওয়া মাসিক বাজার উদ্বোধন
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি/ইউনিটে ভিটিসি-এর মাধ্যমে একযোগে ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে একযোগে '৫ টাকায় বাফওয়া মাসিক বাজার'-এর উদ্বোধন অনুষ্ঠান ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ অবস্থিত ফ্যালকন মার্ট-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব-এর সভানেত্রী তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন'স ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নানের দিক-নির্দেশনায় বাফওয়া কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে প্রথমবারের মতো বিমান বাহিনীর সব ঘাঁটি/ইউনিটে কর্মরত অস্থায়ী/চুক্তিভিত্তিক ৪র্থ শ্রেণির কর্মচারী (ফরম-৪৯৭, কঞ্জারভেন্সী, এন্টি ম্যালেরিয়া কর্মী, বিমান বাহিনীর সব মেসসমূহে কর্মরত অস্থায়ী কর্মচারী, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ও গোল্ডেন ঈগল কিডস লার্নিং ডে-কেয়ারে কর্মরত) যারা সরকারিভাবে অথবা অন্য কোনো উৎস হতে রেশন প্রাপ্ত নন তাদের মাঝে নামমাত্র মূল্যে মাসিক ভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে ৫ (পাঁচ) টাকার বিনিময়ে মাসিক বাজার প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর সব ঘাঁটি/ইউনিটে ভিটিসি-এর মাধ্যমে একযোগে '৫ টাকায় বাফওয়া মাসিক বাজার' চালু করা হয়। এরপর বাফওয়া এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন'স ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান উপস্থিত অস্থায়ী ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে গ্রোসারী আইটেম বিতরণ করেন।
প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় মাসিকভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে ৫ (পাঁচ) টাকার বিনিময়ে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি চিনি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীরা, বিএএফ ওয়েলফেয়ার ট্রাস্টের ঈঊঙ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা ও অন্যান্য সদস্যা/সদস্য উপস্থিত ছিলেন। এ প্রকল্পের মাধ্যমে বিমান বাহিনীর অস্থায়ী ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বেড়েছে এবং সার্বিকভাবে তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রতীয়মান। আইএসপিআর