সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
৭৫ বছরে নটর ডেম কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দ
ম যাযাদি ডেস্ক
প্রতিষ্ঠার ৭৫ বছরে পা রেখেছে মেধাবীদের চারণভূমি খ্যাত ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ (এনডিসি)। পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষালয় ১৯৪৯ সালে যাত্রা শুরু করেছিল। 'প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫' স্স্নোগানে ৩ দিনব্যাপী নানান আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে কলেজটির ৭৪ বছর পূর্তি। শুক্রবার ছিল উৎসবের দ্বিতীয় দিন।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বয়সের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। নানান বয়সি মানুষজন দলবেঁধে ক্যাম্পাসে ঘুরে বেড়ান। তুলেছেন সেলফি। কলেজের বিভিন্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে পুরানো স্মৃতি রোমন্থন করেন অনেকেই। পরিবার পরিজনও নিয়ে এসেছেন অধিকাংশরাই। সাজানো হয়েছে মূলফটক ও কলেজ প্রাঙ্গণ। যারা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাইরের বুথ থেকেই সংগ্রহ করেছেন বিভিন্ন গিফট আইটেম। কলেজ মাঠে করা হয়েছে বিরাট প্যান্ডেল। সেখানেই আয়োজন করা হয়েছে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত, থিম সং ও উদ্বোধনী নৃত্য।
পরে উপস্থিত সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। বক্তব্য দেন ঢাকা আর্চডায়োসিসের আর্চবিশপ ও নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বেজয় এন. ডিক্রুজ, ওএমআই, নটর ডেম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আনিস আহমেদ এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান,র্ যাফেল ড্রসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। আজ শনিবার ২৭ জানুয়ারি এই উৎসবের পর্দা নামবে বলেও জানান তারা।
সিগারেটের প্যাকেটে
সোয়া কোটি টাকার
সোনার বার
ম যাযাদি ডেস্ক
উড়োজাহাজের যাত্রীরা নিজ নিজ ব্যাগ নিয়ে গেলেও বিদেশি ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট কেউ নেয়নি। এই সিগারেটের প্যাকেট পড়ে ছিল কনভেয়ার বেল্টে। কনভেয়ার বেল্টের সঙ্গে অনেকক্ষণ ঘুরতে থাকার পর প্যাকেটটি উদ্ধার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
কিন্তু সিগারেটের প্যাকেট খুলে কর্মকর্তাদের চোখ ছানাবড়া। সিগারেটের প্যাকেটের ভেতরে কোনো সিগারেট ছিল না, ছিল সোনার ১৪টি বার। এর মধ্যে ১২টি বার প্যাকেটের ভেতরে এবং ২টি প্যাকেটের বাইরে স্কচটেপ মোড়ানো অবস্থায় ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
কাস্টমসের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ৬০০ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এই সোনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, এর আগে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ আমিরাতের শারজাহ থেকে শাহ আমানতে অবতরণ করে। ধারণা করা যাচ্ছে, এই সোনা এসেছে আমিরাত থেকে। সোনা নিয়ে এলেও বিমানবন্দরে বিভিন্ন সংস্থার তদারকি দেখে ভয়ে ব্যাগ থেকে বের করে কনভেয়ার বেল্টে রেখে যায় পাচারকারীরা।