অবৈধ মজুতদার যত শক্তিশালী লোকের আত্মীয় হোক ছাড় নয় খাদ্যমন্ত্রী
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'মজুতের সমপরিমাণ জরিমানা অথবা মামলা করে জেলে দিতে হবে অবৈধভাবে চাল মজুতদারদের। তারা যে দলেরই হোক না কেন, যার আত্মীয়ই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।'
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে 'চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় মজুতদারদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, 'নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রশাসন মাঠে কাজ করছে। সারাদেশে মনিটরিং জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, থাকবে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না।'
তিনি বলেন, 'ব্যবসায়ীদের চালের দাম বাড়ানোর কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন। হঠাৎ দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই তা বরদাশত করা হবে না। মিল গেটে বিক্রি করা চালের বস্তায় তারিখ ও দাম উলেস্নখ করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত।'
সাধন চন্দ্র মজুমদার বলেন, 'অনেক গোডাউনে গিয়ে দেখা গেছে, মিলে ঘাস গজিয়ে উঠেছে, সেখানে বিদু্যৎ সংযোগও নেই, এমন মিলেও অবৈধ মজুত পাওয়া যাচ্ছে। অনেক মিল মালিক লোন নিয়ে অটোমেটিক মিল চালাতে পারে না। সেই মিল দেউলিয়া ঘোষণা করার পর তাদের করপোরেট প্রতিষ্ঠান সেই মিল কিনে নেয়। তবে কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান চালের ব্যবসা করতে পারবে না বলে সতর্ক করে দেন খাদ্যমন্ত্রী।
রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, খাদ্যসচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন সভায় বক্তব্য রাখেন।
সভায় রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।