শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

স্মার্ট দেশ বিনির্মাণে মেট্রোরেল অনন্য মাইলফলক : কাদের

যাযাদি রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দিয়াবাড়ীতে প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইলফলক মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ আগে ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করলাম। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইফলক।'

শনিবার রাজধানী উত্তরার দিয়াবাড়ী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রো ট্রেন রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।'

সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহণ হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায়

ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫, সাউদার্ন রুট এর নির্মাণকাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। অপর দুটি মেট্রোরেল লাইন এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪ নির্মাণের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৯৮ দশমিক ৯৫ শতাংশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী ২০২৫ সালের জুন মাসে এই অংশের উদ্বোধন করা যাবে বলে আশা করছি।'

ওবায়দুল কাদের বলেন, '২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী গত ২ ফেব্রম্নয়ারি সুধী সমাবেশে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এই এমআরটি লাইন ১২টি প্যাকেজের মাধ্যমে নির্মাণের জন্য নির্ধারিত আছে। পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি-১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ২৯ শতাংশ। অবশিষ্ট ১১টি প্যাকেজের দরপত্র আহ্বান কার্যক্রম বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে। আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এমআরটি লাইন-১ এর পাতাল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।'

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, '২০২৮ সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ এবং ১৪টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী গত ৪ নভেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এই এমআরটি লাইন ১০টি প্যাকেজের মাধ্যমে নির্মাণের জন্য নির্ধারিত আছে। হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি-১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ৬ দশমিক ০৫ শতাংশ। অবশিষ্ট ৯টি প্যাকেজের দরপত্র আহ্বান কার্যক্রম বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে। আগামী ২০২৪ সালের নভেম্বর মাসে এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট এর উড়াল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এবং ১৫টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৫, সাউদার্ন রুট বাস্তবায়নের নিমিত্ত ডিজাইন সম্পন্ন হয়েছে। বর্তমানে বিনিয়োগ প্রকল্পের প্রকিউরমেন্ট ডকুমেন্ট প্রিপ্রেশনের কাজ চলমান আছে। বিনিয়োগ প্রকল্পের ডিপিপি অনুমোদনের নিমিত্ত পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে