দেশের কল্যাণে সংবাদ প্রকাশে যায়যায়দিন পিছপা হয় না কাজী রুকুনউদ্দীন আহমেদ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রাম অফিস
শুক্রবার দুপুরে চট্টগ্রাম অফিসে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে (বাঁ থেকে) এইচআরসি গ্রম্নপের ডিরেক্টর ইদ্রিস আলী, যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, বিশেষ প্রতিনিধি সঞ্জীব নাথ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূরুল হক ও সার্কুলেশন ম্যানেজার বিলস্নাল হোসেন -যাযাদি
দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ বলেছেন, 'দেশের কল্যাণে যে কোনো সংবাদ প্রকাশ করতে যায়যায়দিন পিছপা হয় না। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের কথা বলতে চাই। তথ্য প্রমাণ থাকলে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে কোনো সংবাদ প্রকাশ করব।' শুক্রবার দুপুরে যায়যায়দিনের চট্টগ্রাম অফিসে প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সঞ্জীব নাথকে যায়যায়দিনের চট্টগ্রাম অফিসের বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাজী রুকুনউদ্দীন আহমেদ প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'সব সময় সঠিক সংবাদ অফিসে পাঠাবেন। সংবাদ যা, তাই লিখতে হবে। এতে কোনো কিছু সংযোজন-বিয়োজন করা যাবে না।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরসি গ্রম্নপের ডিরেক্টর ইদ্রিস আলী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূরুল হক, সার্কুলেশন ম্যানেজার বিলস্নাল হোসেন, চট্টগ্রাম বু্যরোর বিজ্ঞাপন ব্যবস্থাপক ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার আব্দুল মোনাফ, সিনিয়র রিপোর্টার নুর উদ্দিন সাগর, মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনসহ চট্টগ্রাম জেলা ও উপজেলার প্রতিনিধিরা। অনুষ্ঠানে যায়যায়দিনের সাবেক চট্টগ্রাম বু্যরো প্রধান প্রয়াত হেলাল উদ্দিনের জন্য দোয়া ও স্মৃতিচারণমূলক আলাপচারিতা করেন প্রতিনিধিরা।