'নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সকালে কাকরাইলস্থ অডিট ভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের অধীন অডিট অ্যান্ড একাউন্টস্‌ ডিপার্টমেন্টের সব অফিস কর্তৃক নিরীক্ষা ও হিসাব-সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ এবং জনবান্ধব পাবলিক সার্ভিস ডেলিভারি নিশ্চিতকরণের লক্ষ্যে 'নিরীক্ষা ও হিসাব-সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ-আমাদের করণীয়' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কম্পন্টরোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) আবুল কালাম আজাদ এবং ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (এএন্ডআর) এস এম রেজভীসহ সব অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও দেশের আটটি বিভাগের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এবং ৫৬টি জেলার ডিস্ট্রিক্ট একাউন্টস্‌ অ্যান্ড ফিন্যান্স অফিসার। কর্মাশালায় সিভিল অডিট অধিদপ্তর কর্তৃক সিএজি কার্যালয় থেকে প্রণীত পরিশোধ ও হিসাব পরিদর্শন রিপোর্ট (ওজচঅ) বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ওজচঅ এর প্রেক্ষিত বাস্তবায়ন ও ফলোআপ-সংক্রান্ত কহড়ষিবফমব উরংংবসরহধঃরড়হ ও সচেতনতা বৃদ্ধি করবে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নিরীক্ষা ও সরকারি আর্থিক কার্যক্রমকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা এবং সেবাগ্রহীতা সব পেনশনারের পাওনাদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে পাবলিক সার্ভিস ডেলিভারি আরও সহজ ও জনবান্ধবকরণের ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। কর্মশালায় পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. আব্দুল খালেক, ডিস্ট্রিক্ট একাউন্টস্‌ অ্যান্ড ফিন্যান্স অফিসার, নীলফামারীকে সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি