শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

'নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা

  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
'নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ আমাদের করণীয়' শীর্ষক কর্মশালা

বৃহস্পতিবার সকালে কাকরাইলস্থ অডিট ভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের অধীন অডিট অ্যান্ড একাউন্টস্‌ ডিপার্টমেন্টের সব অফিস কর্তৃক নিরীক্ষা ও হিসাব-সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ এবং জনবান্ধব পাবলিক সার্ভিস ডেলিভারি নিশ্চিতকরণের লক্ষ্যে 'নিরীক্ষা ও হিসাব-সংক্রান্ত প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ-আমাদের করণীয়' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কম্পন্টরোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) আবুল কালাম আজাদ এবং ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (এএন্ডআর) এস এম রেজভীসহ সব অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও দেশের আটটি বিভাগের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এবং ৫৬টি জেলার ডিস্ট্রিক্ট একাউন্টস্‌ অ্যান্ড ফিন্যান্স অফিসার।

কর্মাশালায় সিভিল অডিট অধিদপ্তর কর্তৃক সিএজি কার্যালয় থেকে প্রণীত পরিশোধ ও হিসাব পরিদর্শন রিপোর্ট (ওজচঅ) বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ওজচঅ এর প্রেক্ষিত বাস্তবায়ন ও

ফলোআপ-সংক্রান্ত কহড়ষিবফমব উরংংবসরহধঃরড়হ ও সচেতনতা বৃদ্ধি করবে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নিরীক্ষা ও সরকারি আর্থিক কার্যক্রমকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা এবং

সেবাগ্রহীতা সব পেনশনারের পাওনাদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে পাবলিক সার্ভিস ডেলিভারি আরও সহজ ও জনবান্ধবকরণের ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। কর্মশালায় পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. আব্দুল খালেক, ডিস্ট্রিক্ট একাউন্টস্‌ অ্যান্ড ফিন্যান্স

অফিসার, নীলফামারীকে সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে