শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পাবনায় নির্মাণ হবে শেখ কামাল হাইটেক পার্ক :রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
পাবনায় নির্মাণ হবে শেখ কামাল হাইটেক পার্ক :রাষ্ট্রপতি

পাবনাতে শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ও পাবনায় ভূমিপুত্র মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, পাবনাকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। আধুনিক পাবনা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। অচিরেই ইছামতি নদী খনন করার কাজ শুরু করা হবে সেনাবাহিনীর তত্ত্ব্বাবধানে। এখান থেকে মানুষ ট্রেনে সরাসরি ঢাকা যাবে। পাবনা মেডিকেল কলেজের কাজ শুরু হয়ে যাবে।'

বুধবার রাতে? পাবনা শহরের প্রিয় আড্ডাস্থল মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, 'অনেক স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম। এখানে (পাবনা) রাজনীতি করেছি বেড়ে উঠেছি, এই শহরের মাটি ও মানুষের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। তাদের দোয়াতে আজকে রাষ্ট্রপতি হয়েছি, ফলে আমার নিজস্ব দায়িত্বও অনেক। তিনি বলেন, এই শহরের প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আমার। আপনারা আমাকে দোয়াতে ও মায়াতে রাখবেন যেন কিছু ভালো কাজ করতে পারি।'

এ দিন দেশের ২২তম রাষ্ট্রপতিকে মিডিয়া সেন্টারে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মিডিয়া সেন্টারের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ওয়াহিদুল ইসলাম, একান্ত সচিব দিদারুল আলম, চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, চিকিৎসক কর্নেল এ কে এম ফজলুল হক, প্রধান কম্পোটলার মেজর তারেক হোসেন ভুঁইয়া, প্রেস সচিব জয়নাল আবেদিন, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বন্ধু লায়ন বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, রেজাউল রহিম লাল, মুক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক এইচ কে আবু বকর সিদ্দিক, এবাদত আলী, মোসতাফা সতেজ, আকতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, আঁখিনূর ইসলাম রেমন, গোলাম খাজা সাদী, ছিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন, আহমেদ হুমায়ুন কবির তপু, আরিফ আহমেদ সিদ্দিকী, শাহীন রহমান, মোখলেছুর রহমান খান বিপস্নব, সুশান্ত কুমার সরকার, প্রবীর কুমার সাহা, আবুল কালাম আজাদ প্রমুখ।

পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান রাষ্ট্রপতিকে শেখ কামাল হাইটেক পার্কের বিষয়ে অবহিত করে বলেন, 'ইতোমধ্যে দু'টি স্থান নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির পছন্দ হওয়ার পরপরই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি একটি হেলিপ্যাড স্থাপনের দাবি জানানো হয় রাষ্ট্রপতিকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে