বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃতু্য, হাসপাতালে ৩০

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আরও একজনের মৃতু্য, হাসপাতালে ৩০

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরও একজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছে, তাদের মধ্যে ১১ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরে, বাকি ১৯ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৮ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩৩ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃতু্য হয়েছে।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৯৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯২ জন ঢাকায় এবং ১০৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃতু্য হয়। এত মৃতু্য ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জনকে।

এর দুই বছর পর ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃতু্যর সংখ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে