বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মঙ্গলবারও বায়ুদূষণের

দ্বিতীয় শীর্ষে ঢাকা

ম যাযাদি ডেস্ক

মঙ্গলবার ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়েছে। সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল ঢাকা। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৪ নিয়ে রাজধানীর

বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় ছিল।

এছাড়া ভারতের দিলিস্ন, কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৬১, ১৭৯ এবং ১৭১

একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম,

তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।

একিউআই'র তথ্য অনুযায়ী, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়

দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি

প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের

ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ম ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌর এলাকা থেকে রিপন মলিস্নক-(৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে প্রতিবেশীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন মলিস্নক পৌর এলাকার মৃত আবদুল মলিস্নকের ছেলে এবং তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মলিস্নক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মলিস্নক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা-যাওয়া করতেন। ঘটনার দিন শিরিন তার ঘরে একা ছিলেন।

ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন জানান, রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর সঙ্গে রিপন মলিস্নকের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয় অনেকে।

রিপনের প্রতিবেশী হারিছ হোসেন বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে শিরিন ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছিল। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মলিস্নক অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে আছে। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।'

শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, 'আমার খালা/খালু রিপন মলিস্নকের কাছ থেকে জমি কিনেছে। সেই সুবাদে রিপন মলিস্নক আমার খালার বাসায় আসা-যাওয়া করত। রিপন মলিস্নকের সঙ্গে তার ভাই সমির মলিস্নকের জমি নিয়ে চাপা বিরোধ ছিল। তবে ঘটনার দিন কেন তিনি খালার ঘরে এসেছে, তা আমাদের জানা নেই।'

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, 'মরদেহের সুরতহাল শেষে প্রাথমিকভাবে বুঝা গেছে, এটি হত্যাকান্ড। যে মহিলার ঘরে হত্যা করা হয়েছে, সেই মহিলার সঙ্গে রিপন মলিস্নকের পরকীয়া ছিল বলেও তথ্য পেয়েছি। শিরিনকে আটক করা হয়েছে। রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য

মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা

গ্রহণের প্রস্তুতি চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে