বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'তারা বলেছিল ইলেকশন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকশন করেছি। কিছু ঘটনা, সহিংসতা হয়েছে। কিন্তু বিএনপি যেটা ভেবেছিল, সে রকম কিছু আসলে হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১.৮০ শতাংশ। অথচ তাদের (বিএনপি) দাবি- 'জনগণ সাড়া দিয়েছে'। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সে জন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল কথা বলছে।'
মঙ্গলবার সেতু ভবনের সভাকক্ষে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ভয়ে আছে বলে বিএনপি যে দাবি করেছে, তা নাকচ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'তারা (বিএনপি) বলেছে, ইলেকশন করতে দেবে না, এরপরও নির্বাচন হয়েছে। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নিসন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কীভাবে তারা মা-সন্তানকে পুড়িয়ে মারল। বাসে হেলপারদের মারল, পুলিশ পিটিয়ে মারল। এমন অপকর্ম যারা করে, তারা কে কী বলল, সেটা আমরা কিছু মনে করি না।'
দেশের সমৃদ্ধি নিয়ে কারও ঈর্ষা করা উচিত নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে, তার প্রশংসা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।'
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে।' 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।'
তিনি জানান, পদ্মা সেতুতে দৈনিক দুই কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে যানবাহন এখনো পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা। চলতি বছরের জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ইজিবাইক, নসিমন, করিমনের পাশাপাশি মোটর সাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রম্নত শেষ করার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আমাদের দেশে দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না। এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ এই গাড়িগুলোর কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেলে। আমি মোটর সাইকেল ও ইজিবাইক নিয়ে, বিশেষ করে মোটর সাইকেল ও তিন চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছুটা কাজ হচ্ছিল নীতিমালা নিয়ে। এই নীতিমালার কাজ যেন দ্রম্নত শেষ হয়, সেই নির্দেশ দিয়েছি।'
মহাসড়কে নসিমন, করিমন ভাটভটিসহ তিন চাকার যান চলাচল বন্ধের জন্য উচ্চ আদালত এর আগে বহুবার নির্দেশনা দিয়েছে, কিন্তু রাস্তা থেকে সেগুলো সরানো যায়নি।
বাংলাদেশে মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে এসব তিন চাকার বাহনকে দায়ী করা হয়। আর গত কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা ও মৃতু্যর একটি বড় কারণ হয়ে উঠেছে মোটর সাইকেল।
মন্ত্রী বলেন, 'নীতিমালা কার্যকর করতে হবে। এ ছাড়া বিশ্বব্যংক রোড সেফটির ওপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আশা করি, এই দুটি কাজ হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে।'
বারবার বলার পরও কেন তিন চাকার বাহন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, স্থানীয় সংসদ সদস্যরা কী ভূমিকা রাখছেন- এমন প্রশ্নে কাদের বলেন, 'এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনেরও দায়িত্ব আছে। এ ছাড়া আমাদের হাইওয়ে পুলিশের সংখ্যা কম, এখানে জনবলেরও একটা ব্যাপার আছে।'
এর আগে মঙ্গলবার সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সেতু ভবনে সেতু এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।