শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
বাপা ও বেনের সংবাদ সম্মেলন

ঢাকার অতি নগরায়ণ প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলছে

যাযাদি রিপোর্ট
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঢাকার অতি নগরায়ণ প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলছে

'ঢাকাসহ সারাদেশে ক্রমবর্ধমান নগরমুখিতা ও দ্রম্নত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে নগর ব্যবস্থাপনা গড়ে উঠছে না। মানুষের জন্য বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর নির্মাণ স্থায়িত্বশীল উন্নয়নের পূর্বশর্ত হলেও বহুবিধ সমস্যা নগরজীবনকে নাজুক করে ফেলেছে। ঢাকার অতি বৃদ্ধি এখন শুধু ঢাকা শহরে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।'

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের (বেন) সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাপার সহসভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, দেশের বড় শহরগুলোর, বিশেষ করে ঢাকার অতি বৃদ্ধি এখন শুধু ঢাকা শহরে নয়, পুরো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দুঃসহ যানজট বিভিন্ন শহরকে ক্রমে অচল করে দিচ্ছে এবং অন্যান্য নগর কেন্দ্রেও এই সমস্যা বিস্তৃত হচ্ছে। এভাবে সৃষ্ট যানজট দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। যানজটে সৃষ্ট অচলাবস্থার কারণে অনেক বিনিয়োগকারী উৎসাহ হারিয়ে ফেলছেন, ফলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের তথ্য তুলে ধরে বলা হয়, কেবল ঢাকায় যানজটের কারণে জিডিপির প্রায় ২ দশমিক ৯ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের গেস্নাবাল লিভেবিলিটি ইনডেক্সে ঢাকা বিশ্বের সপ্তম অবাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গৃহস্থালি বর্জ্যের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এই বর্জ্যের মধ্যে বিপজ্জনক অজৈবিক অংশের পরিমাণ বাড়ছে। এর সঙ্গে যোগ হচ্ছে বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদানসংবলিত ক্রমবর্ধমান চিকিৎসাবর্জ্য। সম্প্রতি তেজস্ক্রিয় উপাদান সংবলিত ইলেকট্রনিক বর্জ্যেরও আবির্ভাব ঘটেছে। অপরিশোধিত পয়ঃনিষ্কাশনের পানির মাধ্যমে শহরের আশপাশের নদীগুলো দূষিত হচ্ছে।

বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শহর বা নগরাঞ্চলে বসবাস করছে এবং নগরবাসীর প্রায় ৩২ শতাংশই ঢাকায় বাস করে। ২০৪১ সালের মধ্যে দেশের জনসংখ্যার অন্তত ৫০ শতাংশই শহরাঞ্চলে বসবাস করবে বলে আভাস দিয়েছে সেন্টার ফর আরবান স্টাডিজ।

এ বিষয়ের উলেস্নখ করে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন প্রধানত একটি নগরের দেশ হবে। যদিও বাংলাদেশ ঐতিহাসিকভাবে, আবহমানকাল ধরে একটি গ্রামের দেশ হিসেবে পরিচিত। কাজেই এটি একটি বড় পরিবর্তন হচ্ছে। এখন এই পরিবর্তন সঠিকভাবে ও সুষম হওয়া দরকার।

তবে দেশে নগরায়ণ সুষম হচ্ছে না বলে উলেস্নখ করেন নজরুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য শহরে নগরায়ণের হার যেখানে ১৫ থেকে ১৬ শতাংশ, সেখানে ঢাকায় নগরায়ণের হার ৪০ শতাংশের বেশি। কাজেই ভৌগোলিকভাবে আমাদের নগরায়ণ সুষম হচ্ছে না।

বাপার সহসভাপতি ও স্থপতি ইকবাল হাবিব বলেন, 'দেশে প্রতিবছর ৬৯ হাজার হেক্টর গ্রামীণ কৃষিজমি হারাচ্ছি। এই কৃষিজমি হারানোর ক্ষেত্রে বড় কারণ নগরায়ণ। ঢাকা শহরে ১ শতাংশ জমিতে ১০ শতাংশের মানুষের ৩৩ শতাংশ জিডিপি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি।'

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বেনের বৈশ্বিক সমন্বয়ক মো. খালেকুজ্জামান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে