সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
মৃত আত্মীয়কে
দেখতে গিয়ে লাশ
হলেন দম্পতি
ম লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার খায়েজ মোলস্নার ছেলে চান্দু মোলস্না (৬২) ও তার স্ত্রী আরবী বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চান্দু মোলস্না ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁয় মৃত আত্মীয়কে দেখার উদ্দেশ্যে ভুটভুটি যোগে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় তেল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী নিহত হন। সকালে ওই গাড়িতে শুধু দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ভুটভুটি চালক পালিয়ে গেছে।
মাদক কারবারিদের
দ্বন্দ্বে যুবককে হত্যা
ম যাযাদি রিপোর্ট
মাদক কারবারিদের দুই গ্রম্নপের দ্বন্দ্বে রাজধানীর সবুজবাগের ওহাব কলোনিতে নাদিম হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, বৃহস্পতিবার ভোরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। তার ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মুখের ভেতরে বালি পাওয়া যায়। মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তির কারণে উরুতে ছুরিকাঘাত করার পরে পড়ে গিয়ে তার
মুখে বালি ঢুকে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে।
ওসি আরও বলেন, নিহত নাদিম হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় সাতটি মাদক মামলা রয়েছে। সে একজন বাকপ্রতিবন্ধী হলেও অ্যান্ড্রয়েড মোবাইল এবং ভিডিও কলে ইশারায় কথা বলত। মাঝেমধ্যে সে লেগুনার হেলপার হিসেবে কাজ করত। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক কেনাবেচা নিয়ে দুই গ্রম্নপের দ্বন্দ্বে এ
ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি।
রাজধানীতে বৃদ্ধের
মরদেহ উদ্ধার
ম যাযাদি ডেস্ক
রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটার
দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, 'আমরা খবর পেয়ে পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের দক্ষিণ পাশের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।'
তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃতু্য
হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতু্যর কারণ জানা যাবে। মরদেহ ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি
বিভাগে রাখা হয়েছে।