শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

সামাজিক মাধ্যমে প্রচারিত পত্রিকার তালিকা 'ভুয়া'

দাবি ডিএফপির
যাযাদি ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সামাজিক মাধ্যমে প্রচারিত পত্রিকার তালিকা 'ভুয়া'

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারের তালিকা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা হয় না।

সম্প্রতি ডিএফপি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার নিয়ে একটি ভুয়া, অসত্য তথ্য সংবলিত তালিকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা সংশ্লিষ্ট অধিদপ্তরের নজরে এসেছে।

এ বিষয়ে বুধবার গণমাধ্যমে পাঠানো ডিএফপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সরকারের নীতিমালা মোতাবেক নিয়মিতভাবে মিডিয়া তালিকা হালনাগাদ করে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা িি.িফভঢ়.মড়া.নফ। ডিএফপির ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো অনলাইন বা সামাজিক মাধ্যমে তালিকা প্রকাশ করা হয় না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে ডিএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য সংবলিত তালিকার বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে