বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

যশোরে সোয়া ৩ কোটি টাকা কমিশন বাণিজ্যের অডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, যশোর
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
যশোরে সোয়া ৩ কোটি টাকা কমিশন বাণিজ্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভর সঙ্গে মণিরামপুর উপজেলা প্রকৌশলী বিদু্যৎ কুমার দাসের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। অডিওতে দু'জনকে 'বিভিন্ন প্রকল্পের ৩ কোটি ২৫ লাখ টাকা কমিশন বাণিজ্য' বিষয়ে কথা বলতে শোনা গেছে। গত দুই-তিন দিন ধরে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ নিয়ে এলাকায় বইছে সমালোচনার ঝড়।

অডিওতে শোনা যায়, সুপ্রিয় ভট্টাচার্য ইঞ্জিনিয়ার বিদু্যৎ দাসকে উদ্দেশ করে বলছেন, আপনার কাছে আমি কত টাকা পাই। জবাবে বিদু্যৎ দাস বলছেন, আপনি বলেন কত টাকা পান। তখন শুভ বলছেন, আপনি বলেন না। এরপর বিদু্যৎ দাস বলছেন, আপনাকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা। কত? ১০ পারসেন্ট, না কত করা হয়েছিল। রিয়েলি আমার মনে নাই। এ সময় পাশে অবস্থান নেওয়া কয়েকজনের কথা ও হাসির আওয়াজও শোনা যায় অডিওতে।

অডিওতে বিদু্যৎ দাস বলছেন, শুভ দা, কত পারসেন্ট নেবেন রিয়েলি আমার মনে নাই। এখন আমার মাথায় ধরছে না। তখন শুভ ভট্টাচার্য বলছেন, তিন পঁচিশ আপনার সঙ্গে আমার ফিক্সড হয়েছিল। মনে করে দেখেন। আপনি ৫০ দিছেন। আর দুই পঁচাত্তর পাই। দুই পঁচাত্তর এখন আপনি আমাকে দেবেন কিনা বলেন। সেখানে পাশে থেকে বলা হচ্ছে লিখিত রাখতে হতো। এ সময় বিদু্যৎ দাস বলেন, লিখিত না। কত পারসেন্ট আমার মাথায় ধরছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদু্যৎ দাসের উপজেলা কার্যালয়ে বসে কমিশন বাণিজ্যের এই আলোচনা হয়েছিল। সেখানে পাশে বসে কেউ কথাগুলো রেকর্ড করেছেন। প্রায়ই বিদু্যৎ দাসের অফিসে তাদের লেনদেনের এমন আলোচনা হতো বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, বিভিন্ন প্রকল্পের টাকার ১০ শতাংশ কমিশনের এই অডিওর ঘটনাটি গত একমাস আগের। তখন সেখানে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন ছিলেন।

তবে চেয়ারম্যান আলমগীর হোসেন দাবি করেছেন, অডিও রেকর্ড আমি শুনেছি। উপজেলার কোনো দপ্তরে তার উপস্থিতিতে এমন কোনো কথা হয়নি।

এদিকে, আলোচনাটি নিজের নয় বলে দাবি উপজেলা প্রকৌশলী বিদু্যৎ দাসের। তিনি বলেন, 'শুভর সঙ্গে আমার এ রকম কথা হয়নি। আমার অফিসে কোনো আলোচনা হয়নি। কণ্ঠ আমার পরিচিত না।'

এ বিষয়ে জানতে একাধিকবার সুপ্রিয় ভট্টাচার্য শুভকে মোবাইলে কল করা হলেও তিনি কল ধরেননি।

তবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, 'আমি বিষয়টি জানি না। এ ব্যাপারে আমার কোনো ধারণাও নেই। এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে