শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টেলিভিশন ও পত্রিকা পড়ে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন খালেদা জিয়া

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
টেলিভিশন ও পত্রিকা পড়ে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টেলিভিশন ও পত্রিকা পড়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। রোববার এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক ছাড়া ম্যাডামের কারও সঙ্গে কথা বলা অত্যন্ত কঠিন। তিনি টেলিভিশন দেখেছেন, পত্রিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজ রেখেছেন।

শায়রুল কবির বলেন, ম্যাডাম ২০২২ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে আমি চিকিৎসকদের মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, বাসায় আনার মতো তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

প্রসঙ্গ ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি বস্নক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে