শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভোটার আনা-নেওয়ায় নিয়োজিত রিকশা নালায় ফেলল বিএনপি

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভোটার আনা-নেওয়ায় নিয়োজিত রিকশা নালায় ফেলল বিএনপি

ভোটার আনা-নেওয়ার কাজে নিয়োজিত একটি রিকশা নালায় ফেলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টার দিকে একই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রিকশাটি চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এম আবদুচ ছালামের পক্ষে ভোটার আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিল। 'কেটলি' প্রতীক নিয়ে নির্বাচন করা ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। পার্টির নেতা সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া এ আসনে নির্বাচন করেছেন আরও ৮ প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন, স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ফুলকপি, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াছ হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল ডাব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আব্দুন নবী মোমবাতি, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা আম, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা সোনালি আঁশ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে