শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
ফরিদপুর-৩ আসন

১০ ভোটারকে প্রকাশ্যে ভোট দেওয়ালেন নৌকার কর্মী

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
১০ ভোটারকে প্রকাশ্যে ভোট দেওয়ালেন নৌকার কর্মী

ফরিদপুর-৩ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে গোপন কক্ষে গিয়ে ভোট না দিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছেন ১০ ভোটার। নৌকার এক কর্মী ওই ১০ ভোটারকে নিয়ে ভোটকক্ষে ঢোকেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের (ঈগল প্রতীক) এজেন্ট। রোববার দুপুর দেড়টার দিকে ফরিদপুর সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর ভোটকক্ষে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা ঈগল প্রতীকের এজেন্ট হালিমা বেগম বলেন, 'স্থানীয় নৌকার এক কর্মী ১০ ব্যক্তিকে একত্রে ভোটকেন্দ্রে ঢুকিয়ে পোলিং এজেন্টের টেবিলের ওপর প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারান। পরে আমি চিলস্নাচিলিস্ন করলে প্রিসাইডিং কর্মকর্তা এসে নৌকার ওই কর্মীকে কেন্দ্র থেকে সরে যেতে অনুরোধ করেন। তখন নৌকার ওই কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে বলেন, ওরা তো এখানকার ভোটার। ওরা নিজেদের ভোট ওপেনে দিলে আপনার সমস্যা কোথায়? এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ওই ব্যক্তি কেন্দ্র থেকে সরে যান।'

প্রকাশ্যে নৌকায় ভোটের ঘটনা স্বীকার করে প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, 'ওই কেন্দ্রে ৮-৯ জন ভোটার তাদের নিজ নিজ ভোট দিয়েছেন। তবে তারা প্রকাশ্যে নৌকায় ভোট দিয়েছেন ঈগলের এজেন্টের এমন অভিযোগ ও আপত্তির মুখে তাদের অন্য সঙ্গীদের গোপন কক্ষে গিয়ে ভোট দিতে বলা হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে