পিরোজপুরে ভোট দিতে পেরে খুশি ১০৩ বছরের ঊষা রানী

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরের ৩টি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলার বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদর উপজেলার সরকারি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন ১০৩ বছর বয়সি উষা রানী আইচ। তিনি বলেন, 'শেখ মুজিবকে ভোট দিয়েছি, তার মেয়েকেও ভোট দিয়েছি। ব্রিটিশ আমল থেকেই ভোট দিচ্ছি।' ভোট দিয়ে তাকে বেশ উৎফুলস্ন দেখা গেছে। বয়সের ভারে নু্যব্জ হলেও তার মুখে লেগেছিল হাসি। এ বয়সে এসেও ভোট দিতে পেরে তিনি খুব খুশি হয়েছেন বলে জানান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিম জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর। তবে একজন পোলিং এজেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নাজিরপুর উপজেলার নিজ গ্রাম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি জেপির (মঞ্জু) চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ভোট দেন ভান্ডারিয়ার মাজেদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে। এদিকে পিরোজপুর-১ আসনে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চুঙ্গাপাশা নেছারিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৯টার দিকে ঈগল প্রতীকের পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল মারার প্রতিবাদ করায় নৌকা প্রতীকের এজেন্ট কাওসার মৃধাকে মারধরে আহত করে ঈগল প্রতীকের এজেন্ট হৃদয়। এ সময় উত্তেজনা দেখা দিলে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ফের শুরু হয় ভোটগ্রহণ। অন্যদিকে জাল ভোট দেওয়ায় একজনকে ২ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে জাল ভোট দেওয়ায় ১ জনকে আটক করা হয়। এছাড়া একজন পোলিং এজেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা।