বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১
চলন্ত ট্রেনে আগুন

প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে :মোমেন

যাযাদি ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
আপডেট  : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:৩৩
এ কে আব্দুল মোমেন

বিএনপির ডাকা হরতালের আগের রাতে যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে মানবতার বিরুদ্ধে 'অমার্জনীয় অপরাধ' হিসেবে বর্ণনা করে এ ঘটনায় জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বেনাপোল এক্সপ্রেসে ওই অগ্নিসংযোগ নিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, 'বিদ্বেষের অভিপ্রায়ে এই নিন্দনীয় হামলা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের মর্মে আঘাত হেনেছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের ঠিক এক দিন আগে ঘটে যাওয়া এই ট্রাজেডির সময় দেখা যাচ্ছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে- দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব, নিরাপত্তা ও সুরক্ষাকে বাধাগ্রস্ত করা।'

ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এসে থেমে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। স্থানীয়রা দেখতে পান, ট্রেনের কয়েক বগি থেকে ধোঁয়া উঠছে। ভেতর থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তচিৎকার। আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান। আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া আটজনের অবস্থাও 'শঙ্কামুক্ত নয়' জানিয়েছেন চিকিৎসকরা।

আগুনে জীবন্ত পুড়ে মরার বিভীষিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা গণতন্ত্রে বাধা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত এবং আমাদের নাগরিকদের অধিকারের লঙ্ঘন। ট্রেনে আগুন দেওয়ার অব্যাহত কর্মকান্ড পুরোপুরি নিন্দনীয়, যেখানে নিরপরাধ যাত্রীরা অকল্পনীয় বিভীষিকার মুখোমুখি হয়েছেন এবং একজন মানুষ অন্য মানুষকে জীবন্ত মরতে দেখতে বাধ্য হয়েছেন।'

নির্বাচন বর্জন করা বিএনপির হরতাল অবরোধের মধ্যে গত দুই মাসে প্রায় ৩০০ যানবাহন নাশকতার শিকার হয়েছে। এর মধ্যে ট্রেনে আগুন দেওয়া এবং রেললাইন কেটে রাখার কয়েকটি ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণ গেছে।

এর মধ্যে ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে এক নারী ও তার শিশুসন্তানসহ চারজন মারা যান।

আগের ঘটনা স্মরণ করে শনিবার বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জনমনে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এমন নির্লজ্জ চেষ্টা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং আসন্ন নির্বাচনে আমাদের জনগণের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের বিরোধী। ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার একই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি। এ ঘটনা আমাদের পুরো সমাজের বিবেককে, এমনকি পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।'

অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে মোমেন বলেন, 'এই জঘন্য অপরাধে জড়িতদের খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাদ রাখব না। প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে এবং অপরাধীদের দেশীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে