ডিসেম্বরে সড়কে ঝরেছে ৫১২ প্রাণ

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
গত বছরের ডিসেম্বর মাসে দেশে ৫১৭টি সড়ক দুর্ঘটনায় ৫১২ জন নিহত এবং ৭৯৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৫৯, শিশু ৬৪ জন। সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটর সাইকেলে। ২১৩টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০১ জন। দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হন ৫৬ জন। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডিসেম্বরে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত হন। নিখোঁজ রয়েছেন ১১ জন। ২৬টি রেলপথ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। এদিকে, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটর সাইকেল চালক ও আরোহী ২০১ জন বাস যাত্রী ৯ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ড্রামট্রাক-রোলার মেশিন গাড়ি আরোহী ২৬ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-পাজেরো জিপ আরোহী ১৫ জন, থ্রি-হুইলার যাত্রী ১০১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩০ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৬ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি জাতীয় মহাসড়কে, ২৩৮টি আঞ্চলিক সড়কে, ৭৭টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে তিনটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর ১১৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১১টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৪২টি যানবাহনের পেছনে আঘাত করে এবং ১১টি অন্যান্য কারণে ঘটেছে। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৩৪টি। এর মধ্যে বাস ৮৪, ট্রাক ১২১, কাভার্ডভ্যান ১৯, পিকআপ ২৮, ট্রাক্টর ১১, ট্রলি ৯, লরি ১৪, ড্রামট্রাক ১২, পুলিশভ্যান একটি, এক্সাভেটর একটি, ডাম্পার ট্রাক দুটি, রোলার মেশিন গাড়ি একটি, মাইক্রোবাস ১৬, প্রাইভেটকার ১৭, ল্যান্ডক্রুজার জিপ একটি, মোটর সাইকেল ২১৭, থ্রি-হুইলার ১৭৬, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৫৯, বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান ২১ এবং অজ্ঞাত গাড়ি ২৪টি। দুর্ঘটনার সময় বিশ্লেষণ সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে ভোরে ২ দশমিক ২২ শতাংশ, সকালে ৩০ দশমকি ৩৬ শতাংশ, দুপুরে ১৬ দশমকি ৬৩ শতাংশ, বিকালে ১৯ দশমিক ৭২ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ২৮ শতাংশ এবং রাতে ১৮ দশমিক ৭৬ শতাংশ। দুর্ঘটনার বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যান এদিকে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১২৩টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৩০ জনের। একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ৪১টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে চাঁদপুরে। এ জেলায় তিনটি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানীতে ২৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।