সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালের প্রথমদিন পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। পাঠ্যপুস্তক উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল এবং একাডেমিক কাউন্সিলের আহ্বায়ক মো. জাকিদুল ইসলাম। কোমলমতি ছাত্রছাত্রীরা বছরের প্রথম দিন মনমাতানো কাঁচা গন্ধের নতুন বই হাতে পেয়ে আনন্দ উলস্নাসে প্রিয় বিদ্যায়তনকে মুখরিত করে তোলেন।
নতুন বই পেয়ে উলস্নাসে মাতোয়ারা ছাত্রছাত্রীদের উদ্দেশে পাঠ্যপুস্তক উৎসবের প্রধান অতিথি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, 'নতুন বই মানে নতুন স্বপ্ন। নতুন আশা আর সামনের দিকে এগিয়ে যাওয়ার অনাবিল প্রত্যাশা।' এ সময় তিনি সুশিক্ষা গ্রহণের মাধ্যমে মানবিক মানুষ হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো শিক্ষাবান্ধব সরকার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আছে বলেই প্রতি বছর প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া সম্ভব হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি