নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। যুগপৎভাবে বিভিন্ন দল ও জোট এবং পৃথকভাবে জামায়াতে ইসলামীও এই কর্মসূচি পালন করছে। একই দাবিতে চলমান কর্মসূচি আরও তিনদিন বাড়ানো হয়েছে।
সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফিলেট বিতরণের কর্মসূচি চলবে। গত বছরের ২১ ডিসেম্বর থেকে লাগাতারভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
সকালে রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন রিজভী। এ সময় দলের নেতা মাহমুদুর রহমান সুমন, তারিকুল আলম তেনজিংসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, যুবদল নেতা কামাল আনোয়ার আহমেদ, জাকির হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সেগুনবাগিচা, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে ধানমন্ডি, স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে রামপুরা- উত্তরায়, যুবদলের কেন্দ্রীয় নেতা বিলস্নাল হোসেন তারেকের নেতৃত্বে মালিবাগ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্যসচিব আব্দুর রহিমের নেতৃত্বে শনির আখড়া, যুবদল নেতা রুহুল ইসলাম মনির নেতৃত্বে দৈনিক বাংলা, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিজয়নগর এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সরকার পতনে এক দফা আন্দোলনের সঙ্গে চলমান অসহযোগ ও ভোট বর্জনে গণসংযোগ কর্মসূচির মধ্যেই ঢাকাসহ সারা দেশে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। অন্যান্য বছরের মতো বর্ণাঢ্য আয়োজন না থাকলেও 'একতরফা' নির্বাচন আর দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে সংগঠনের প্রত্যেক সাংগঠনিক ইউনিট প্রতিবাদ মিছিল করেছে। এই কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংর্ঘের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ নেতাকর্মী আহত এবং ১৫ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে সংগঠনের শীর্ষ নেতারা এদিন হাজির হতে পারেননি।
কবর জিয়ারত শেষে ডক্টর আবদুল মঈন খান বলেন, আজকে বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত। আজকে আওয়ামী লীগ অলিখিত বাকশাল কায়েম করেছে। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন 'টাইম' বলছে- বাংলাদেশে এখন যা চলছে, সেটা বাকশাল-২। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।'
শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন- বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।