৪৬তম বিসিএস :আবেদনের সময় আর বাড়ছে না
আবেদন পড়েছে ২ লাখ ৮০ হাজার
প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গত ১০ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছে রোববার। এদিকে আবেদনের আর সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, রোববার দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৭৭৬ জন প্রার্থী আবেদন করেছেন। তাই কাঙ্ক্ষিত আবেদন পড়েছে বলে মনে করছেন তারা। দুপুর পর্যন্ত আবেদনের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
জানতে চাইলে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, সময় বাড়ানোর কোনো যৌক্তিকতা দেখছি না। আর আবেদনের সময় বাড়ানোর জন্য কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান আবেদনও করেনি। তাই সময় না বাড়ানোর ব্যাপারে এখন পর্যন্ত পিএসসি অটল রয়েছে।
জানা গেছে, ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাদের জন্ম তারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, মার্চে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। এর আগে গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।