স্বতন্ত্র প্রার্থী :ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জের রিট ফেরত

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ফেরত দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি ফেরত দেন। রিটকারী আইনজীবী ইউসুফ আলী বলেন, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে একটি রিট মামলায় ইতোপূর্বে রায় দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার। তিনি এ কারণে এই মামলা শুনবেন না। অন্য বেঞ্চে আবার রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউসুফ আলী এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।